চৌগাছা প্রশাসনের করোনা প্রতিরোধ কল্যাণ তহবিল গঠন

0

এম.এ.রহিম চৌগাছা (যশোর) ॥ যশোরের চৌগাছায় করোনাভাইরাস মোকাবিলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে জরুরি তহবিল গঠন করা হয়েছে। শনিবার উপজেলা হলরুমে মাসিক উন্নয়ন সভায় এ তহবিল গঠন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. নাসির উদ্দীন। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা এসএম হাবিবুর রহমান, সাধারণ স¤পাদক চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরী, পৌর মেয়র নুর উদ্দীন আল মামুন হিমেল। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেবাশীষ মিশ্র জয়।
এ সময় সকলের মতামতের ভিত্তিতে করোনা মোকাবিলায় জরুরি তহবিল গঠন করা হয়। যে তহবিলে অনুদান গ্রহণ করা হবে। সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করে কেন্দ্রীয়ভাবে উপজেলা প্রশাসন এর সাথে সমন্বয় করে ত্রাণবিতরণ কার্যক্রম করা হবে। উপজেলা করোনা প্রতিরোধ কমিটি এই কল্যাণ তহবিল তদারকি করবেন। সামাজিক দূরত্ব বজায় নিশ্চিত করতেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ ওয়ার্ডভিত্তিক কমিটি করে স্ব স্ব ইউনিয়নে নিয়োজিত দায়িত্বপ্রাপ্ত পুলিশের এস.আই দের সহযোগিতায় কাজ করবেন। এ সময় করোনা মোকাবিলায় গঠিত জরুরি তহবিলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরী ২৫ হাজার টাকা, চেয়ারম্যান তবিবর রহমান খান ২১ হাজার ৫শ টাকা, চেয়ারম্যান ওবায়দুল ইসলাম সবুজ ১০ হাজার টাকা, চেয়ারম্যান শেখ আনোয়ার হোসেন ১০ হাজার টাকা এবং চেয়ারম্যান ইব্রাহিম খলিল বাদল ১০ হাজার টাকা অনুদান দেন। এছাড়াও উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান ও উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম তাদের বেতনের ৫০% তহবিলে দান করেন।