কোটচাঁদপুরে জ¦র ও শ^াসকষ্টে মৃত্যু নমুনা সংগ্রহ, এলাকায় আতঙ্ক

0

কোটচাঁদপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ ঝিনাইদহের কোটচাঁদপুরে সাবেক এক পুলিশ কনস্টেবল শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে মৃত্যুবরণ করায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তা মৃতের শরীর থেকে নমুনা সংগ্রহ করেছেন। প্রশাসন ওই বাড়িটি হোম কোয়ারেন্টাইন এবং বাড়ি যাওয়ার রাস্তায় চলাচল বন্ধ করে দিয়েছে।
কোটচাঁদপুর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রশিদ এ সংবাদদাতাকে বলেন, কোটচাঁদপুর শহরের গালর্স স্কুল সড়কের সাবেক পুলিশ কনস্টেবল এনামুল হক সুজা (৭০) দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও শ্বাসকষ্টে ভুগছিলেন। ১২/১৩ দিন আগে তিনি ফরিদপুরে ঘুরে আসেন। সেখান থেকে এসে তিনি জ্বরে পড়েন সাথে শ্বাসকষ্ট বেড়ে যায়। শনিবার ভোর রাতে তিনি মৃত্যুবরণ করেন। ডা. আব্দুর রশিদ আরও বলেন, এনামুল হক সুজা যেহেতু ফরিদপুর থেকে ঘুরে এসে শ্বাসকষ্টসহ জ্বরে পড়েছেন,সে কারণে মৃতের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। তবে তিনি সুজার মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নমুনা সংগ্রহ করেন বলে জানান। বিষয়টি নিয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুল আলম সংবাদদাতাকে বলেন, মৃতের বাড়ি ও বাড়িতে যাওয়ার রাস্তাটি লকডাউন করা হয়েছে। মৃতের গোসল,কাফন ও দাফনের জন্য ৫জনকে দায়িত্ব দেয়া হয়েছে। স্বল্প পরিসরে জানাজা দেওয়ার জন্য পরামর্শ দেয়া হয়েছে। এদিকে এ ধরনের মৃত্যুর খবর জানাজানি হলে এলাকার মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।