বাগেরহাটে ৫শ কর্মহীন মানুষকে খাদ্য সামগ্রী দিলেন ব্যবসায়ী আবুবকর

0

বাগেরহাট অফিস ॥ বাগেরহাটে নিজ অর্থায়নে ৫শ কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন ব্যবসায়ী খান আবুবকর সিদ্দিক। শনিবার দুপুরে বাগেরহাট শহরের বাসাবাটি মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। প্যাকেটে করে চাল, ডাল, তেল, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য মাঠের মধ্যে রাখা হয়। কর্মহীন পরিবারের লোকেরা সামাজিক দূরত্ব বজায় রেখে খাবার সামগ্রী নিয়ে যে যার বাড়িতে চলে যান। শ্রমিক লীগ নেতা মো. মামুন বলেন, ব্যক্তিগত উদ্যোগে খান আবুবকর সিদ্দিক যেভাবে এগিয়ে এসেছেন। অন্যান্য বিত্তবানরা যদি এভাবে এগিয়ে আসেন, তাহলে এই পরিস্থিতিতে সকল মানুষের মুখে খাবার পৌঁছে দেওয়া সম্ভব বলে মন্তব্য করেছেন তিনি।