বাঘারপাড়ায় তিন সহ¯্রাধিক পরিবার পাচ্ছে খাদ্য সহায়তা

0

খাজুরা (যশোর) সংবাদদাতা ্॥ চলমান করোনাভাইরাস পরিস্থিতিতে যশোরের বাঘারপাড়া উপজেলায় কর্মহীন শ্রমজীবী ও নিম্নআয়ের তিন সহ¯্রাধিক পরিবার পাচ্ছে খাদ্য সহায়তা। নিজস্ব অর্থায়নে নন্দিত এ উদ্যোগ হাতে নিয়েছেন উপজেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সম্পাদক রাকিব হাসান শাওন। শনিবার (০৪ এপ্রিল) দুপুর ২টায় উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) ত্রাণ তহবিলে খাদ্য প্রদান করে বৃহৎ এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামছুন্নাহার, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মামুন উদ্দীন আল আজাদ, সহকারী প্রোগ্রামার (আইসিটি) অজয় কুমার পাল, জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির নির্বাহী সদস্য এসএকে শামছুদ্দীন। এর আগে যশোর কেন্দ্রীয় কারাগারের সামনে ছিন্নমূল কিছু মানুষের হাতে খাদ্য সামগ্রীর প্যাকেট তুলে দেওয়া হয়। রাকিব হাসান শাওন বলেন, ‘করোনা মোকাবিলায় ঘরে থাকতে গিয়ে কর্মহীন হয়ে খাদ্য সংকটে পড়েছে শ্রমজীবী ও নি¤œ আয়ের মানুষ। সেজন্য আমি তাদের বাড়ি বাড়ি গিয়ে খাবার পৌঁঁছে দিচ্ছি। যাতে খাবার পেয়ে তারা বাড়িতে নিরাপদে থাকতে পারে’।