ভারতে প্রাকৃতিক গ্যাসের দাম কমল ২৬%

0

লোকসমাজ ডেস্ক॥ নিজস্ব কূপগুলো থেকে উত্তোলন করা প্রাকৃতিক গ্যাসের দাম কমিয়েছে ভারত। চলতি বছরের এপ্রিল-সেপ্টেম্বর সময়ে দেশটিতে নিজস্ব কূপগুলো থেকে উত্তোলন হওয়া প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট (২৭ দশমিক শূন্য ৯৬ ঘনমিটার) প্রাকৃতিক গ্যাস বিক্রি হবে ২ ডলার ৩৯ সেন্টে, যা আগের ছয় মাসের তুলনায় ২৬ শতাংশ কম। ভারতের মিনিস্ট্রি অব পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাসের পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। ফলে ২০১৪ সালের পর ভারতে জ্বালানি পণ্যটির দাম সবচেয়ে কমে এসেছে। খবর বিজনেস স্ট্যান্ডার্ড।
ভারতে ২০১৯ সালের অক্টোবর থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত নিজস্ব কূপগুলো থেকে উত্তোলন করা প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট প্রাকৃতিক গ্যাসের দাম ছিল ৩ ডলার ২৩ সেন্ট।