করোনায় অবহেলিত হিজড়াদের সহযোগিতায় তরুণ আলেম সমাজ

0

লোকসমাজ ডেস্ক॥ প্রাণঘাতী মহামারি করোনায় অঘোষিত লকডাউনে বন্দী সারাদেশের মানুষ। মধ্যবিত্ত থেকে শুরু করে নিন্ম আয়ের মানুষের আয়-রোজগার ও জীবনধারণ কঠিন হয়ে পড়েছে। অবহেলিত হিজড়া সম্প্রদায়ের আয়-রোজগারও বন্ধ। ফলে খুলনার খালিশপুরের একদল তরুণ আলেম অসহায় হিজড়াদের মাঝে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেছে। বুধবার (১ এপ্রিল) খুলনা খালিশপুরের তরুণ আলেম মাওলানা ওমর ফারুক তার সহকর্মী একদল তরুণ আলেম ও বন্ধুদের নিয়ে অবহেলিত হিজড়াদের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেন। করোনা মহামারির সংকটকালে নিজেদের বেতনের একাংশ থেকে অর্থ জমা করার উদ্যোগ নেন মাওলানা ওমর ফারুক। তৃণমূল পর্যায়ের অসহায় হিজড়াদের পাশে দাঁড়িয়েছেন তারা। উল্লেখ্য, সমাজের সবাই অসহায় ও দরিদ্রদের কথা ভাবলেও এ সংকটকালে অন্য সবার মত গৃহবন্দি হয়ে পড়া অবহেলিত হিজড়াদের কথা সেভাবে কেউ ভাবে না। এ চিন্তা থেকে নিজ উদ্যোগে সমমনা তরুণ আলেম ও বন্ধুদের নিয়ে সমাজের অসহায় দরিদ্রদের নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণের পাশাপাশি হিজড়াদের প্রয়োজনকে বিশেষ গুরুত্ব দিয়ে এ সহায়তা প্রদান করেছেন তরুণ আলেম মাওলানা ওমর ফারুক। খুলনার তুরুণ আলেমদের এ ব্যতিক্রমধর্মী উদ্যোগ দেশের অন্যান্যদেরকেও গরিব-অসহায়দের সেবায় এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে।