সাতক্ষীরায় জ্বর-শ্বাসকষ্টে কলেজছাত্রের মৃত্যুর ঘটনায় ৫ বাড়ি লকডাউন

0

সাতক্ষীরা প্রতিনিধি॥ সাতক্ষীরায় জ্বর ও শ্বাসকষ্ট জনিত কারণে ঝাউডাঙ্গা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র হোসেন আলী মারা গেছেন। শুক্রবার ভোরে নিজ বাড়িতে তিনি মারা যান। হোসেন আলী সপ্তাহখানেক ধরে জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। তার বাড়ি সদর উপজেলার নারায়নপুর গ্রামে। এ ঘটনায় কলেজছাত্র হোসেন আলীর বাড়িসহ আশপাশের পাঁচটি বাড়ি লকডাউন করেছে প্রশাসন। আজ শুক্রবার দুপুরে প্রশাসনের পক্ষ থেকে এই নির্দেশ প্রদান করা হয়।
সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত জানান, ওই কলেজছাত্রের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পরক্ষীরার জন্য প্রেরণের ব্যবস্থা করা হয়েছে। রিপোর্ট আসার পর বলা যাবে তিনি করোনায় আক্রান্ত ছিলেন কি-না। এদিকে সাতক্ষীরা সদর ইউএনও দেবাশীষ চৌধুরি সাংবাদিকদের জানান, কলেজছাত্র হোসেন আলীর বাড়িসহ পাঁচটি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ওই পাঁচটি বাড়ির ১৮ জন সদস্য কেউ বাড়ির বাইরে আসতে পারবেন না। এলাকাবাসীকেও সতর্ক করা হয়েছে বিনা প্রয়োজনে ঘরের বাইরে না আসার জন্য। তিনি সকলকে আতংকিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। এলাকায় আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা নজরদারি বৃদ্ধি করেছেন।