বাবাকে দেখে ফিটনেস চর্চায় নেমে পড়ল মেসি পুত্র

0

লোকসমাজ ডেস্ক॥ ইউরোপে করোনা থাবায় ইতালি ও স্পেন সবেচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে। যে কারণে স্প্যানিশ লা লিগা এখন অনির্দিষ্টকালের জন্য স্থগিত রয়েছে। ফলে গৃহবন্দি অবস্থায় পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন লিওনেল মেসি। কিন্তু ফিটনেস ঠিক রাখতে ব্যাক্তিগত জিমে ঘাম ঝরাচ্ছেন বার্সেলোনার আর্জেন্টাইন তারকা। জিমে ব্যস্ত বাবাকে অনুসরণ করলেন মেসি পুত্র সিরো। ৩২ বছর বয়সী এই ফরোয়ার্ড তার ইন্সটাগ্রামে ছেলে সিরো মেসির ফিটনেস চর্চার মজার ভিডিও পোস্ট করেছেন।
ভিডিওতে দেখা যায়, দুই বছরের সিরোকে কিভাবে ক্রাঞ্চ এক্সারসাইজটি করতে হবে মেসি তা দেখিয়ে দেন। এরপর বাবার মতো করে একই স্টাইলে সিরো এক্সারসাইজটি করে দেখায়। পরে মেসি ক্রাঞ্চ এক্সারসাইজটি করতে যান। এক্সারসাইজ সম্পূর্ণ করলে বাবার হাতে হাত মিলিয়ে আসে সিরো। পুরো ভিডিওটি করেছেন মেসিপত্নী আন্তোনেলা রুকুজ্জো। মেসি-রুকুজ্জো দম্পতির তৃতীয় সন্তান সিরো। আগের দুই ছেলে থিয়াগো ও মাতেও।