করোনা সন্দেহে মাগুরায় আইসোলেশনে কৃষক

0

মাগুরা সংবাদদাতা॥ মাগুরার মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনাভাইরাস সন্দেহে এক রোগীকে আইসোলোশনে রাখা হয়েছে।বৃহস্পতিবার সকালে ভর্তির পর তাকে হাসপাতালের আইসোলোশনে পাঠানো হয়। স্বাস্থ্য বিভাগের একটি সূত্র জানায়, করোনা সন্দেহে থাকা ওই ব্যক্তি বেশ কিছুদিন থেকে জ্বর, কাশি, শ্বাস কষ্ট নিয়ে তিনি মহম্মদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। পেশায় কৃষক ওই ব্যক্তির বয়স ৫০ বছর। করোনা সন্দেহে তাকে ভর্তির পরপরই আইসোলোশনে রাখা হয়। মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মকছেদুল মোমিন বলেন, ‘করোনার কিছু লক্ষণ থাকায় বিশেষ ব্যবস্থায় ওই রোগীকে হাসপাতালের আইসোলোশনে রাখা হয়েছে। পরবর্তীতে তার পরীক্ষা-নিরিক্ষা করা হবে। হাসপাতালের চিকিৎসকবৃন্দ তার স্বাভাবিক চিকিৎসা চালু রেখেছেন’।