যশোর শহরের খড়কির ঘরবন্দি সাড়ে ৩শ’ অসহায় পরিবারকে পুলিশ সুপারের খাদ্য ও সাবান বিতরণ

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের খড়কি এলাকায় নোভেল করোনা ভাইরাসের সতর্কতায় ঘরবন্দি ও সমাজের অসহায় খেটে খাওয়া ৩৫০ টি পরিবারের মাঝে বৃহস্পতিবার বিকেলে খাদ্য ও সাবান বিতরণ করেছে জেলা পুলিশ প্রশাসন। খাদ্য ও সাবান বিতরণকালে উপস্থিত পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন বলেন, আমাদের উদ্দেশ্য হলো অসহায় মানুষের দুর্দিনে তাদের পাশে থাকা। তাই নভেল করোনা ভাইরাসের কথা মাথায় রেখে আমরা খাবার সামগ্রী বিতরণের সময় পরস্পরের মাঝে দূরত্বটা নিশ্চিত করেছি। আমরা চেষ্টা করবো এই মানুষগুলোর পাশে থাকার। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সালাউদ্দিন সিকদার, অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা) মোহাম্মদ তৌহিদুল ইসলাম পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার ক-সার্কেল গোলাম রব্বানী শেখ পিপিএম প্রমুখ।