সরকারি নির্দেশ লংঘন, ২৬ হাজার টাকা জরিমানা

0

স্টাফ রিপোর্টার, অভয়নগর, (যশোর)॥ করোনা সতর্কতায় সরকারি নির্দেশ লংঘনের দায়ে যশোরের অভয়নগরে ছয় ব্যবসা প্রতিষ্ঠানে ২৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে উপজেলার নওয়াপাড়া বাজারে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কেএম রফিকুল ইসলাম।
আদালত সূত্র জানান, সরকারি নির্দেশ মোতাবেক নিত্যপণ্য ও ওষুধের দোকান বাদে অন্যান্য দোকান খোলা আছে এমন সংবাদের ভিত্তিতে নওয়াপাড়া বাজারে অভিযান চালানো হয়। এসময় নওয়াপাড়া ছিট বিতান নামে কাপড়ের দোকান খোলা রাখার দায়ে তিন হাজার টাকা, নন্দী স্টোরে তিন হাজার টাকা, বিশ্বজিৎ দত্ত স্টোরে এক হাজার টাকা, সাজী বস্ত্রালয়ে চার হাজার টাকা, বসুন্দিয়া ট্রেডার্সে দশ হাজার টাকা এবং নবারুন মেশিনারীজে পাঁচ হাজার টাকা করে মোট ২৬ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান চলাকালে উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফারুক হুসাইন সাগর, অভয়নগর থানার এসআই মফিজুর রহমান সহ পুলিশ সদস্য ও সাংবাদিকবৃন্দ।