অবশেষে বোধোদয় : পরিবার পরিকল্পনার দায়িত্ব পালনের পরিপত্র জারি

0

এস.এম.মজনুর রহমান,মনিরামপুর(যশোর)॥ অবশেষে বোধোদয় হলো পরিবার পরিকল্পনা অধিদপ্তরের। মাঠকর্মীসহ সশ্লিষ্টদেরকে সকাল আটটা থেকে দুপুর ১২ টা পর্যন্ত দায়িত্ব পালনের পরিপত্র জারি করা হয়েছে। বৃহস্পতিবার থেকে যশোরের মনিরামপুরসহ দেশব্যাপী নতুন এ পরিপত্র বাস্তবায়ন শুরু হয়েছে। ফলে পরিবার পরিকল্পনার মাঠকর্মীসহ সংশ্লিষ্টদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
জানাযায়, করোনা ভাইরাস মোকাবিলায় সরকার টানা ছুটি ঘোষনা করলেও শুধুমাত্র স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের চিকিৎসকসহ সংশ্লিষ্টদের ছুটি বাতিল করেছে। তারই অংশ হিসেবে যশোরের মনিরামপুরে স্বাস্থ্য বিভাগের চিকিৎসকসহ সংশ্লিষ্টরা সকাল আটটা থেকে বেলা ১২ টা পর্যন্ত দায়িত্ব পালন করছেন। তবে বৈষম্য দেখা দেয় পরিবার পরিকল্পনা বিভাগে। অভিযোগ ছিল হালনাগাদ কোন দিকনির্দেশনা(পরিপত্র) না থাকায় পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীরা বাধ্য হয়েই সকাল নয়টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত দায়িত্ব পালন করে আসছিল। এ নিয়ে পরিবার পরিকল্পনা বিভাগের মাঠকর্মীসহ সংশ্লিষ্টদের মধ্যে দেখা দেয় অসন্তোষ। এ সমস্যা শুধু মনিরামপুরে নয়, এ সমস্যা ছিল দেশব্যাপী। এ নিয়ে দৈনিক লোকসমাজসহ বিভিন্ন গণমাধ্যমে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হলে টনক নড়ে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের। ফলে সকাল আটটা থেকে দুপুর ১২ টা পর্যন্ত দায়িত্ব পালনের জন্য পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পক্ষে পরিচালক প্রশাসন(অতিরিক্তি সচিব) মো: হেমায়েৎ হুসেন স্বাক্ষরিত পরিপত্র জারি করা হয় ৩১ মার্চ। বৃহস্পতিবার এ পরিপত্র পেয়ে মনিরামপুরসহ দেশব্যাপী বাস্তবায়ন শুরু হয়েছে। ফলে পরিবার পরিকল্পনার মাঠকর্মীসহ সংশ্লিষ্টদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। পরিবার পরিকল্পনা যশোরের উপ পরিচালক ডা: মুনশি মনোয়ার হোসেন তাপস জানান, নতুন পরিপত্র পেয়ে তা কার্যকরের জন্য ইতিমধ্যে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। মনিরামপুর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার আবদুস সাত্তার এবং মেডিকেল অফিসার(এমসিএইচ-এফপি) ডা: চন্দ্র শেখর কুন্ডু জানান, বৃহস্পতিবার থেকে পরিপত্র বাস্তবায়ন শুরু হয়েছে।