কচুয়া উপজেলার ২‘শ ৪৭ ভিক্ষুকের বাড়িতে খাদ্য সহায়তা

0

বাগেরহাট প্রতিনিধি॥ বাগেরহাটের কচুয়া উপজেলার ২‘শ ৪৭ ভিক্ষুকের বাড়িতে খাদ্য সহায়তা পৌছে দিয়েছেন জেলা প্রশাসন। বৃহস্পতিবার সকাল থেকে উপজেলার প্রত্যন্ত গ্রামের মধ্যেও বিভিন্ন ভিক্ষুকের বাড়িতে চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় জিনিস পত্র নিয়ে যান অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ কামরুল ইসলাম। এসময় কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিদ দেবনাথ, সহকারী কমিশনার (ভূমি) মোঃ শহিদুল্লাহ, গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম আবুবকর সিদ্দিকসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
ভিক্ষুকরা জানান, কয়েকদিন ধরে বাড়ি থেকে বের হেতে পারছিলাম না। খেয়ে না খেয়ে দিন যাচ্ছিল। সকালে স্যারেরা চাল, ডাল, তেল, লবন ও পেঁয়াজ এবং সাবান দিয়ে গেছেন। কয়েকদিন ভালভাবে খেতে পারব।এধরণের পরিস্থিতিতে সরকারের এমন উদ্যোগে খুশি হয়েছেন ভিক্ষুকরা। অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ কামরুল ইসলাম বলেন, বিভিন্ন দূর্যোগের সময় সব থেকে বেশি সমস্যার মধ্যে পরে। সেই বিষয় বিবেচনা করে সরকার নিম্ন আয়ের মানুষদেরকে খাদ্যসহ নিত্য প্রয়োজনী পন্যের সহযোগিতা দিয়ে তাদেরকে ঘরে থাকতে উৎসাহিত করছেন। সেই অংশ হিসেবে আমরা কচুয়া উপজেলার ২‘শ ৪৭ পরিবারকে চাল, ডালসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। দেশে পরিস্থিতি স্বাভাবিক না হলে এ সহায়তা অব্যাহত থাকবে। খাদ্য সহায়তা দেওয়ার পরে বর্তমান করোনা পরিস্থিতির বিষয়ে ভিক্ষুকদের বুঝিয়ে বলেন এবং বাইরে না যাওয়ার জন্য পরামর্শ দেন এই কর্মকর্তা।