নড়াইলে জ¦র-শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী যুবককে জানাযা ছাড়াই কবর দিলো পরিবারের সদস্যরা

0

নড়াইল অফিস ॥ জ¦র-শ্বাসকষ্ট ও বমিতে আক্রান্ত হয়ে নড়াইলে শওকত আলী মোল্যা (২৬) নামে মৃত্যুবরণকারী যুবককে গোসল-জানাযা ছাড়াই কবর দিয়েছে পরিবারের ৩ সদস্য মিলে। মৃত্যুর ৩ ঘন্টা পরে হাসপাতাল থেকে লাশ বাড়ি নিয়ে এলাকার লোকজনকে না জানিয়ে গোসল-জানাযা ছাড়াই তড়িঘড়ি করে কবর দেয়ায় জনমনে সন্দেহের সৃষ্টি হয়েছে।এদিকে জ¦র-শ্বাসকষ্ট ও বমিতে আক্রান্ত হয়ে শওকতের মৃত্যু নিয়ে এলাকায় চলছে নানা গুঞ্জন। বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল পৌরসভার ৭নং ওয়ার্ডের স্থানীয় কাউন্সিলর এহসান হাবীব তুফান।তিনি আরো জানান, মৃত্যুবরণকারী শওকতকে সবার অজান্তে গোসল-জানাযা ছাড়া কবর দেয়ার পর পরিবারের তিন সদস্য পিতা-মাতা,ভাই ও অন্য সদস্যরা হোম কোয়ারেন্টাইনে আছেন।বিষয়টি ফেসবুকসহ বিভিন্ন গনমাধ্যমে প্রচার হলে জেলা প্রশাসনের পক্ষ থেকে বুধবার সকালে বাড়িটিতে বাড়তি সতর্কতা নেয়া হয়।বাড়তি সতর্কতার বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইয়ারুল ইসলাম।
হাসপাতাল সূত্রে জানা যায়, নড়াইল পৌর এলাকার দক্ষিণ নড়াইলের ওমর মোল্যার ছেলে শওকত আলী মোল্যা জ¦র-শ্বাসকষ্ট ও বমিতে আক্রান্ত হয়ে মঙ্গলবার (৩১ মার্চ) রাত পৌনে ৯টার দিকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি হন। ভর্তির ১৫মিনিটের মাথায় তিনি মারা যান বলে জানান হাসপাতালের জরুরী বিভাগে রাতে দায়িত্বপালনরত ডাক্তার মো: তৌহিদুল হাসান তুহিন।তিনি আরো জানান,কোন পরীক্ষা-নিরীক্ষার আগেই শওকত মারা গেছেন।  নড়াইল সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা: মশিউর রহমান বাবু জানান, শওকত হার্ট ষ্ট্রোকে মারা গেছেন।অন্য কোন আলামতে একজন রোগী এত কম সময়ে মারা যাওয়ার নজির কোথাও নেই।আমরা ঢাকার আইইডিসিআর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি।ওখানকার কর্তৃপক্ষ মৃত্যুবরণকারী শওকতের দাফন-কাফন স্বাভাবিক প্রক্রিয়ায় সম্পন্নের জন্য লাশ স্বজনদের কাছে হস্তান্তরের কথা বলেছে।তবে তার পিতা-মাতা ও বাড়ির অন্য সদস্যদের হোম কোয়ারেন্টাইনে রাখার জন্য পরামর্শ দেয়া হয়েছে।  এ ব্যাপারে জেলা প্রশাসক আনজুমান আরা বলেন, দক্ষিণ নড়াইলে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় ওই এলাকায় বাড়তি সর্তকতামূলক পদক্ষেপ নেয়া হয়েছে।মৃত শওকত আলীর নমুনা সংগ্রহের প্রয়োজন নেই বলে সিভিল সার্জন আমাকে (জেলা প্রশাসক) জানিয়েছেন।কেউ আতঙ্কিত না হয়ে করোনাভাইরাস প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে বলে তিনি জানান।