শালিখায় খাদ্য সামগ্রী ও বিভিন্ন উপকরণ বিতরণ

0

আড়পাড়া (মাগুরা) সংবাদদাতা॥ বিশ্ব মহামারী সৃষ্টিকারী করোনা ভাইরাসের ভয়াবহ সংক্রমণ ঠেকাতে ঘরবন্দী সারা বিশ্বের মানুষ। টানা ঘরে বন্দি থেকে দিনমজুর খেটে খাওয়া মানুষের খাবারের কষ্ট প্রকট হয়ে উঠেছে। আর এই করোনা ভাইরাসের ভয়াবহ সংক্রমণ ঠেকাতে ঘরবন্দী মানুষগুলোর মাঝে সাহায্যের হাত বাড়ীয়ে দিয়েছেন মাগুরার শালিখা উপজেলার সিংড়া ফ্রেন্ডস সমবায় সমিতির সদস্যরা। মঙ্গলবার থেকে দুই দিন ব্যাপি ধনেশ্বরগাতী ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের অসহায় মানুষের মাঝে ১০ কেজি চাল, ১কেজি ডাল, ২কেজি আলু, ৫০০গ্রাম তেল, ৫০০গ্রাম লবণ ও ১টি সাবান বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন গৌতম বিশ্বাস, উত্তম বিশ্বাস, প্রবোধ বিশ্বাস, শেখর সরকার, প্রতুল রায়, সমিরন রায়, সুবাস বিশ্বাস ও পলাশ চক্রবর্তী প্রমুখ।