দরিদ্রদের রামকৃষ্ণ মিশনের খাদ্য সহায়তা

0

স্টাফ রিপোর্টার॥ কর্মহীন মানুষের মাঝে খাদ্য সহায়তা দেওয়া শুরু করেছে যশোরের রামকৃষ্ণ মিশন আশ্রম। মঙ্গলবার (৩১ মার্চ) মিশন চত্বরে খাদ্য সহায়তা কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মাদ শফিউল আরিফ। রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী জ্ঞানপ্রকাশানন্দ মহারাজ বলেন, ‘জাতির ক্রান্তিলগ্নে সবার সেবা কার্যে এগিয়ে আসা উচিত। তাই রামকৃষ্ণ মিশনও এগিয়ে এসেছে। ঘরবন্দি হওয়ায় দিন এনে দিন খাওয়া মানুষের দুর্দশা চরমে। এ কারণে রামকৃষ্ণ মিশন ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রাথমিক পর্যায়ে এক হাজার মানুষকে খাদ্য সহায়তা দেবে। সরকারের সামাজিক দূরত্ব বজায় রাখার ঘোষণা মানতে প্রতি ঘণ্টায় ১০ জনকে মিশন মাঠ থেকে খাদ্য সহায়তা দেওয়া হবে। খাদ্য সহায়তার মধ্যে রয়েছে ৫ কেজি চাল, ৫ কেজি আলু, এক কেজি লবণ ও একটি করে সাবান। যতদিন প্রয়োজন হবে এ খাদ্য সহায়তা চালু রাখা হবে।’
এদিকে, যশোরের পুলিশ বিভাগের পক্ষ থেকে হিজড়া সম্প্রদায়ের ৪০ জনকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। এসময় পুলিশ সুপার মুহাম্মাদ আশরাফ হোসেন বলেন, সরকারের ঘর থাকার নির্দেশনা মানায় দরিদ্র শ্রেণির মানুষ যারা দিন এনে দিন খায় তারা খুব কষ্টে আছেন। তাদের ঘরে খাবার নেই। সরকার তাদের ঘরে খাবার পৌঁছে দেওয়ার চেষ্টা করছে।