মনিরামপুরে সড়ক দূর্ঘটনায় যুবলীগ কর্মী নিহত

0

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর)॥ যশোরের মনিরামপুরে সড়ক দূর্ঘটনায় জামাল হোসেন নামে যুবলীগের এক কর্মী নিহত হয়। মঙ্গলবার সকালে নিজ মোটরসাইকেল চালিয়ে যশোরে যাবার সময় পথিমধ্যে বাগেরহাট নামক স্থানে একটি ট্রাকের সাথে ধাক্কাখেয়ে তার মৃত্যু হয়। জামাল হোসেন উপজেলার হরিহরনগর ইউনিয়নের ডুমুরখালী গ্রামের শামছুদ্দিন গাজীর ছেলে।
হরিহরনগর ইউপি চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা জহুরুল ইসলাম জানান, যুবলীগ কর্মী জামাল হোসেন যশোর শহরে ভাড়া বাসায় বসবাস করতেন। সোমবার বিকেলে জামাল হোসেন গ্রামের বাড়িতে এসেছিল বাবা-মায়ের সাথে দেখা করতে। মঙ্গলবার সকাল সাড়ে ছয়টার দিকে বাড়ি থেকে নিজ মোটরসাইকেল চালিয়ে যশোরের উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে সদর উপজেলার বাগেরহাট বাজারের কাছে পৌছলে অসাবধানবশত: রাস্তারপাশে দাড়িয়ে থাকা বসুন্ধরা সিমেন্ট কোম্পানীর একটি ট্রাকের সাথে ধাক্কাখায়। এতে সে গুরুতর আহত হয়।পরে স্থানীয়রা তাকে উদ্ধারের পর যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেওয়ার পথে জামালের মৃত্যু হয়। মঙ্গলবার বিকেলে জানাজা শেষে ডুমুরখালী গ্রামের পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়। মনিরামপুর থানার ওসি(তদন্ত)শিকদার মতিয়ার জানান, দূর্ঘটনার স্থান যশোর সদর উপজেলার মধ্যে। সেহেতু কোতয়ালী থানা পুলিশ এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিবেন। এ দিকে জামালের মৃত্যুর খবর শুনে উপজেলা চেয়ারম্যান নাজমা খানম মঙ্গলবার দুপুরে ডুমুরখালী গ্রামে জামালের বাড়িতে গিয়ে শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান।