শস্যের দামে উত্থান-পতন

0

লোকসমাজ ডেস্ক॥ প্রাণঘাতী নভেল করোনাভাইরাসের বৈশ্বিক মহামারীর ছোঁয়া পণ্যবাজারে ভালোমতোই লেগেছে। বিভিন্ন দেশে লকডাউন, সরবরাহ ব্যাহত হওয়া, সংক্রমণ আতঙ্ক, মানুষের মধ্যে বাড়তি খাদ্যসামগ্রী কিনে মজুদের প্রবণতা—এমন নানা কারণে শস্যের চাহিদা ও জোগানের ভারসাম্য বিঘ্নিত হয়েছে। প্রভাব পড়েছে দামে। চলতি মাসের শুরুর দিকে যুক্তরাষ্ট্র, ব্রাজিল, আর্জেন্টিনা ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে শস্যের দাম (রফতানি মূল্য) বাড়তির দিকে ছিল। মার্চের মাঝামাঝি তা কমে আসে। তবে মাসের শেষভাগে এসে বিশ্বজুড়ে (বিশেষত ইউরোপ ও যুক্তরাষ্ট্রে) মহামারী পরিস্থিতি আরো খারাপের দিকে যাওয়ায় গম, ভুট্টা ও সয়াবিনের দাম বাড়তে শুরু করেছে।