আজ সুন্দরবনে মধু আহরণ মৌসুম শুরু

0

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা॥ আজ পশ্চিম সুন্দরবনে সাতীরা রেঞ্জে অ-আনুষ্ঠানিক ভাবে মধু আহরন মৌসুম শুরু হচ্ছে। পহেলা এপ্রিল বুধবার সকাল ১১ টায় বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন অফিস থেকে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে মৌয়ালদের মধু আহরণের পাশ-পারমিট প্রদান করা হবে বলে জানিয়েছেন বন-বিভাগ। সাতীরা রেঞ্জ অফিস সূত্রে জানা গেছে, দেশে করোনা ভাইরাস ও মহামারির কারনে আজ পহেলা এপ্রিল সুন্দরবনে অআনুষ্ঠানিক ভাবে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে প্রায় ২শতাধিক মৌয়াল নৌকা সাজিয়ে মধু সংগ্রহের জন্য পাশ নিয়ে বনে প্রবেশ করবে। প্রতি নৌকায় ৬/৭ জন সদস্য থাকবে। তবে সুন্দরবনে অভয়ারন্য এলাকায় মৌয়ালরা মধু আহরন করতে পারবেন না। এক পাশে মৌয়ালরা সুন্দরবনের মধ্যে ১৪ দিন অবস্থান করতে পারবেন। সাতীরা রেঞ্জের ৪ টি স্টেশন অফিস থেকে মৌয়ালরা পাশ-পারমিট নিতে পারবেন। রেঞ্জ অফিস সূত্রে আরোও জানা যায়, এবছর ১৫ হাজার কুইন্টাল মধু এবং ৪ হাজার কুইন্টাল মোম আহরনের ল্যমাত্রা নির্ধারন করা হয়েছে।