বৃটেনে মৃতের সংখ্যা বেড়ে ১৪০৮, আক্রান্ত ২০ হাজার ছাড়িয়েছে

0

লোকসমাজ ডেস্ক॥ বৃটেনে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ১ হাজার ৪০০ ছাড়িয়েছে। সোমবার দেশটিতে মারা গেছেন ১৮০ জন। এর মধ্যে ইংল্যান্ডে ১৫৯ জন, ওয়েলসে ১৪ জন, স্কটল্যান্ডে ছয় জন ও নর্দার্ন আয়ারল্যান্ডে একজন মারা গেছেন। এছাড়া বৃটেনজুড়ে আক্রান্তের সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে। এ খবর দিয়েছে দ্য ডেইলি মেইল।
খবরে বলা হয়, গত দুই দিনের তুলনায় সোমবার মৃতের সংখ্যা কমেছে। এ নিয়ে টানা দুদিন কমলো মৃতের সংখ্যা। এর আগে রোববার মারা গেছেন ২০৯ জন ও শনিবার ২৬০ জন। তবে মৃতের সংখ্যা কমায় স্বস্তি মিলছে না। স্বাস্থ্য কর্মকর্তারা আশঙ্কা করছেন, আগামীকাল মঙ্গলবার মৃতের সংখ্যা ফের বাড়তে পারে। এদিন প্রথমবারের মতো হাসপাতালের বাইরে মারা যাওয়া রোগীদের সংখ্যাও সরকারি হিসাবে যোগ করা হবে। এতদিন হাসপাতালে ভর্তি হওয়ার আগেই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া রোগীদের সংখ্যা হিসাবে যোগ করা হয়নি। ডেইলি মেইল জানায়, বৃটেনজুড়ে আক্রান্তের সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, প্রকৃত আক্রান্তের সংখ্যা আনুমানিক ২০ লাখের বেশি হতে পারে। কেননা, সরকার কেবল সেসব রোগীদেরই পরীক্ষা করছে, যারা হাসপাতালে ভর্তি হচ্ছে।