শরণখোলায় নি¤œ আয়ের পরিবারে খাদ্য সহায়তা প্রদান

0

শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা॥বাগেরহাটের শরণখোলায় নি¤œ আয়ের পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরন করেছে উপজেলা প্রশাসন। গতকাল সোমবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন বাড়ি বাড়ি গিয়ে এ খাদ্যা সহায়তা পৌছে দেন। এসময় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রনজিৎ সরকার, রায়েন্দা ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন উপস্থিত ছিলেন।
ইউএনও মোস্তফা শাহিন জানান, করোনা ভাইরাসের কারনে বেকার হয়ে পড়া উপজেলার চারটি ইউনিয়নের পাঁচ হাজার ছয়শত নি¤œ আয়ের পরিবারের তালিকা তৈরী করে জেলায় পাঠানো হয়। তালিকায় ভিক্ষুক, দিনমজুর, ভ্যান চালক, প্রতিবন্ধি ও ছিন্নমুল পরিবারের নাম রয়েছে। সরকারের নির্দেশনা অনুযায়ী তাদের সহায়তার জন্য ইতিমধ্যে ১০ মেট্রিকটন চাল ও ৭৫ হাজার টাকা বরাদ্দ পাওয়া গেছে। ওই বরাদ্দ দিয়ে এক হাজার প্রতিটি পরিবারকে ১০ কেজি চাল, দুই কেজি আলু, আধা কেজি মশুর ডাল ও একটি সাবান বিতরন করা হয়। বাকীদের মধ্যে বরাদ্দ সাপেক্ষে বিতরন করা হবে। এছাড়া চাহিদার তুলনায় বরাদ্দ অপ্রতুল হওয়ার কারনে রায়েন্দা ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন একই ধরনের দুইশত প্যাকেট খাদ্য সহায়তা ইউএনও’র কাছে তুলে দেন। এদিকে, চাহিদার তুলনায় বরাদ্দ অপ্রতুল হওয়ায় জন প্রতিনিধিরা বিপাকে পড়েছেন বলে তারা জানান।