মহেশপুর হাসপাতালে পিপিই না থাকায় আতংকে রোগী দেখছেন ডাক্তাররা

0

জিয়াউর রহমান জিয়া, মহেশপুর (ঝিনাইদহ)॥ দেশব্যাপী যখন করোনা আতংকে কাপছে তখন মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সএর ডাক্তাররা পিপিই বাদেই রুগীদের সেবা দিয়ে যাচ্ছেন। সোমবার সকালে মহেশপুর হাসপাতালে যেয়ে দেখা গেছে ডাক্তাররা নিজেরা নিজেদের মত নিরাপত্তার জন্য হ্যান্ড গ্লাপ্স ও রেইনকোর্ট পরে রুগীদের সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। হাসপাতালের ডাক্তার আকবার নেওয়াজ জানান, মহেশপুর উপজেলায় এখনও কোন কোরনার রুগীর সন্ধান মেলেনি । আমরা সর্বত্বক প্রস্তুত আছি । আমি এ উপজেলার জনসাধারণ কে বলবো আপনারা আরো বেশি সচেতন হন। এবং সরকার যে নির্দেশনা দিয়েছে তা মেনে চলুন ।
মহেশপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আনজুমান আরা জানান ,মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্র এ ১৫৬জন কর্মরত থাকলেও ১৫পিস পিপিই পাওয়া গেছে। এখন রুগীদের সেবা দরকার তাই তার মধ্য থেকে ৫পিস পিপিই ডাক্তারদের সরবরাহ করা হয়েছে। এবং বাদবাকি রুগীদের জন্য রাখা হয়েছে। এ ছাড়া হাসপাতালে ৫ বেডের একটি আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত রাখা হয়েছে। বিদেশ ফেরত দের বিষয়ে তার কাছে জানতে চাইলে তিনি জানান ,যারা এ উপজেলায় বিদেশ ফেরত আছে তারা সবাই সুস্থ । তার পরও নজর রাখা হচ্ছে।