ঝিকরগাছায় বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক গোলাম নবীর মৃত্যু রাষ্টীয় মর্যাদায় দাফন

0

তরিকুল ইসলাম, ঝিকরগাছা (যশোর)॥ ঝিকরগাছা সরকারী শহীদ মশিউর রহমান কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক বীর মুক্তিযোদ্ধা গোলাম নবী বাধ্যজনিত কারনে শনিবার সকাল ৯টায় হসপিটাল রোডস্থ নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি….. রাজিউন)। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল (৭৫) বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র ও এক কণ্যা সন্তান রেখে গেছেন। শনিবার জোহরবাদ ঝিকরগাছা দারুল উলুম কামিল মাদ্রাসা মাঠে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজাপূর্ব উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদের পক্ষথেকে বীর মুক্তিযোদ্ধা মরহুম গোলাম নবীর কফিন জাতীয় পতাকা দিয়ে মুড়ে দেয়া হয়। গার্ড অব অনার শেষে জানাজা পরবর্তী ঝিকরগাছা হসপিটাল সংলগ্ন সরকারী কবরস্থানে মরহুমের লাশ রাষ্টীয় মর্যাদায় দাফন করা হয়। গার্ড অব অনারে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সুমী মজুমদার, উপজেলা চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম, ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক, উপজেলা ভাইস-চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস উদ্দিন, উপজেলা ক্রীড়া পরিষদের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম বাপ্পি, উপজেলা ছাত্রলীগের সভাপতি এহসানুল হাবিব শিপলুসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। মরহুমের জানাজা পরিচালনা করেন, ঝিকরগাছা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি আকবার আলী।