আলিয়াকে নিয়েই ফিরছেন শাহরুখ!

0

লোকসমাজ ডেস্ক॥ বলিউড বাদশা শাহরুখ খানকে সবশেষ ২০১৮ সালের ডিসেম্বরে ‘জিরো’ সিনেমায় দেখা গিয়েছিল। এরপর থেকেই ভক্তরা রয়েছেন অপেক্ষায়। মাঝে বেশ কিছু ছবির নাম শোনা গেছে যেগুলোতে নাকি অভিনয় করতে যাচ্ছেন শাহরুখ- এমন খবর প্রকাশিত হয়। কিন্তু সেগুলোতে অভিনয় করেননি তিনি। এবার জানা গেল, শিগগরিই নতুন ছবিতে ফিরছেন কিং খান।
সম্প্রতি স্টার প্লাসের টেড টকসের মঞ্চে শাহরুখ খান বললেন, অনেক কিছু শোনা গেছে। তবে ভালো কিছু কাজের আইডিয়া পেয়েছি। মনে রাখবেন, শাহরুখ ফিরবেন কিং খানের মতোই। তাই ভেবেচিন্তে শুটিং শুরু করব।
ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে জানা গেছে, শিগগিরই নতুন ছবির কাজ শুরু করবেন শাহরুখ। ছবিটি নির্মাণ করবেন সিদ্ধার্থ আনন্দ। আর এই ছবিতে নাকি শাহরুখের নায়িকা হচ্ছেন আলিয়া ভাট।
এবারই প্রথম এই জুটিকে একসঙ্গে দেখা যাবে না। এর আগে গৌরী শিন্ডে পরিচালিত ‘ডিয়ার জিন্দেগি’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন তারা। সেসময় তাদের রসায়ন দর্শক মহলে বেশ প্রশংসিত হয়। এরপর থেকেই নতুন এই জুটিকে নিয়ে ভাবছেন নির্মাতা-প্রযোজকরা।