করোনায় আক্রান্ত দেশ, নায়িকা মত্ত স্বামীকে নিয়ে

0

লোকসমাজ ডেস্ক॥ চারদিকে করোনা প্রভাব ফেলেছে মন্দ। বিশ্বজুড়ে সবাই আছেন গৃহবন্দী হয়ে। ভারতজুড়েও চলছে লকডাউন অবস্থা। এমন সময় ভাইরাল হলো নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জির একটি ভিডিও। যা নিয়ে চলছে হৈ চৈ। ভিডিওতে দেখা যাচ্ছে জোরে জোরে বাজছে গান, আর শ্রাবন্তীকে কোলে তুলে জমিয়ে নাচছেন তার স্বামী রোশন সিং। শ্রাবন্তীর হাতে ও পায়ে লাগানো রোশনের নামের মেহেন্দি। সম্প্রতি এমনই একটি ভিডিও পোস্ট করেছেন রোশন। ভিডিওটি দেখে বুঝে নিতে অসুবিধা হয় না যে এটা রোশনের সঙ্গে শ্রাবন্তীর বিয়ের ‘সঙ্গীত’ অনুষ্ঠানের ভিডিও। স্বামী রোশন সিং এর পোস্ট করা এই ভিডিওটির নিচে কমেন্ট করতেও ভোলেননি শ্রাবন্তী। তিনি লিখেছেন, ‘নিঃস্বার্থ ভালোবাসা।’ করোনায় আক্রান্ত পৃথিবীর এই দুঃসময়ে বেচারা রোশন হয়তো কিছুটা আনন্দ পেতে এই ভিডিওটি পোস্ট করেছেন। কিন্তু অনেক নেটবাসী বেরসিকের মতো সমালোচনায় মেতেছেন নায়িকা বরের কান্ডাজ্ঞান নিয়ে।