বাংলা গান দিয়ে ‘গায়িকা’ জ্যাকলিনের অভিষেক!

0

লোকসমাজ ডেস্ক॥ অভিনয়ের পাশাপাশি নাচে দারুণ পটু বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ। এবার গায়কী দিয়ে দর্শক-শ্রোতার মন জয় করতে চলেছেন তিনি। তাও আবার বাংলায়! এর শিরোনাম ‘গেন্দা ফুল’। মজার ব্যাপার হলো, বাংলা ভাষার কোনও ছবিতে ৩৪ বছর বয়সী এই তারকার কাজ করার অভিজ্ঞতা নেই। যদিও বাংলা গান দিয়েই কণ্ঠশিল্পী হিসেবে তার অভিষেক হচ্ছে। রেকর্ডিংয়ের সময় উচ্চারণ সঠিক করতে প্রশিক্ষণ নিয়েছেন তিনি। কাজটা যে কঠিন ছিল বলার অপেক্ষা রাখে না। তিনি জেনেশুনেই চ্যালেঞ্জটা নিয়েছেন।
ইনস্টাগ্রামে বাদশার সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করে জ্যাকলিন লিখেছেন, ‘সবার জন্য বিশাল চমক নিয়ে আসছি আমরা। নতুন কাজটি নিয়ে আমি ভীষণ উচ্ছ্বসিত।’ বাংলা ভাষার গান, তাই ‘গেন্দা ফুল’-এর মিউজিক ভিডিওর জন্য লাল পাড়ের সাদা শাড়ি পরেছেন জ্যাকলিন। গত ২৭ ফেব্রুয়ারি এর চিত্রায়ন হয়েছে। সনি মিউজিক ইন্ডিয়ার জন্য এটি নির্মাণ করেছেন স্নেহা শেঠি কোহলি। ২৬ মার্চ নতুন গানটি মুক্তি পায়। এতে আরও কণ্ঠ দিয়েছেন র‌্যাপার বাদশা। সুর ও সংগীত তারই। অ্যাকশন পরিচালক সুনীল রড্রিগেজের নির্দেশনায় আগুন নিয়ে স্টান্ট করেছেন তিনি। কয়েকদিন আগে ‘মেরে অঙ্গনে মে’ শিরোনামের একটি মিউজিক ভিডিওতে রাজকুমারীর ভূমিকায় মডেল হন জ্যাকলিন। এতে তার সঙ্গে ছিলেন ‘বিগ বস ১৩’-এর রানারআপ অসীম রিয়াজ। এটি গেয়েছেন নেহা কাক্কার ও রাজা হাসান। এদিকে জ্যাকলিনকে পর্দায় সবশেষ তরুণ মনসুখানির ‘ড্রাইভ’ ছবিতে দেখা গেছে। তবে প্রেক্ষাগৃহে নয়, প্রযোজক করণ জোহর এটি মুক্তি দেন নেটফ্লিক্সে। একই স্ট্রিমিং সাইটের ‘মিসেস সিরিয়াল কিলার’ ছবিতে অভিনয় করেছেন শ্রীলঙ্কান এই সুন্দরী। এর গল্প স্বামীভক্ত এক স্ত্রীকে ঘিরে। সাজাপ্রাপ্ত স্বামীকে নির্দোষ প্রমাণ করতে গিয়ে খুনি হয়ে ওঠে মেয়েটি। শিরিষ কুন্দর পরিচালিত ছবিটি এ বছর মুক্তি পাওয়ার কথা রয়েছে। জ্যাকলিনের হাতে বড় পর্দার কাজের মধ্যে আছে লক্ষ্য রাজ আনন্দ পরিচালিত ‘অ্যাটাক’। এতে তার সহশিল্পী জন আব্রাহাম। একটি কমান্ডো দলের উদ্ধার অভিযানকে ঘিরে এর গল্প।