করোনা মোকাবিলায় সৌরভ ৫০ লাখ টন চাল দিচ্ছেন

0

লোকসমাজ ডেস্ক॥ ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলী ভারতের একটি নাবী ব্র্যান্ডের চাল কোম্পানির সঙ্গে মিলিতভাবে ৫০ লাখ টন চাল দেবার ঘোষণা দিয়েছেন। ভারতে ২১ দিনের লকডাউনের জন্য যারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, সরকারি স্কুলে আশ্রয় নেয়া সেসব গরীব মানুষের জন্য এই চাল দেয়া হচ্ছে বলে জানানো হয়েছে। পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারকে ২৫ লাখ রুপি তুলে দেয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছে ক্রিকেট এসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)। ব্যক্তিগত ভাবে পাঁচ লাখ রুপি দিচ্ছেন সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়াও। তিনি বলেছেন, দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসেবে রাজ্য সরকারের ত্রাণ তহবিলে ২৫ লাখ রুপি তুলে দিতে চায় সিএবি। বাংলার সাবেক অধিনায়ক লক্ষ্মীরতন শুক্ল তার তিন মাসের বেতনের পুরোটাই তুলে দিচ্ছেন এই ত্রাণ তহবিলে। এদিকে সৌরভ জানিয়েছেন, ইডেন উদ্যানকে প্রয়োজনে কোয়ারেন্টিনের কাজে ব্যবহার করা যাবে।