যশোরে সংবাদপত্র প্রকাশনা ৩১ মার্চ পর্যন্ত বন্ধ

0

প্রেস বিজ্ঞপ্তি॥ করোনাভাইরাসের কারণে চলমান দুর্যোগপূর্ণ পরিস্থিতি বিবেচনায় সংবাদপত্রসেবীদের নিরাপত্তার স্বার্থে আগামী ৩১ মার্চ পর্যন্ত যশোরের সংবাদপত্র প্রকাশনা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে যশোর সংবাদপত্র পরিষদ। রাতে এক বিবৃতিতে পরিষদের সভাপতি একরাম-উদ-দ্দৌলা ও সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম মবিন এ সিদ্ধান্তের কথা জানান। বিবৃতিতে পরিষদ নেতৃবৃন্দ জানান, যশোর জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়ন সংগঠনের সদস্যদের নিরাপত্তার স্বার্থে এবং অনেক গ্রাহকের আপত্তির কারণে ৩১ মার্চ পর্যন্ত পত্রিকা বিপণন ও সরবরাহ থেকে বিরত থাকার ঘোষণা দিয়েছে। যে কারণে সংবাদপত্র পরিষদ পত্রিকার প্রকাশনা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
অপরদিকে, সন্ধ্যায় যশোর সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক জাকির হোসেন এক বিবৃতিতে জানান, নির্বাহী কমিটি ও অধিকাংশ সদস্যের মতামতের ভিত্তিতে ৩১ মার্চ পর্যন্ত পত্রিকার বিপণন ও সরবরাহ বন্ধ রাখা হবে। পার্শ্ববর্তী খুলনা সংবাদপত্র হকার্স ইউনিয়নের অনুরূপ সিদ্ধান্তের সাথে একমত হয়ে তারা এই কর্মসূচি নিয়েছেন।