ঝিকরগাছায় মাদ্রাসা থেকে আনসারুল্লাহ বাংলার দুই সদস্য আটক

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের ঝিকরগাছা উপজেলার ইস্তা গ্রামের একটি মাদ্রাসায় অভিযান চালিয়ে আতাউর রহমান বিক্রমপুরী ওরফে আসাদুল্লাহ ওরফে আতাউর (২৯) এবং মো. মোজাহিদুল ইসলাম ওরফে সাইফুদ্দিন (২১) নামে দুই যুবককে পুলিশ আটক করেছে। তারা নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য বলে দাবি পুলিশের। সদর ফাঁড়ি পুলিশের ইনচার্জ ইনসপেক্টর তুষার কুমার মন্ডল জানান, গোপন সূত্রে জানতে পারেন উগ্রপন্থি জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের কতিপয় সদস্য ঝিকরগাছায় সরকার বিরোধী ষড়যন্ত্র এবং জনমনে ত্রাস সৃষ্টির লক্ষ্যে পরিকল্পনা, প্রশিক্ষণ ও অর্থ সংগ্রহ করছেন। এ খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার ক-সার্কেল গোলাম রব্বানী শেখের নেতৃত্বে গত সোমবার রাত পৌনে ১০টার দিকে ঝিকরগাছা উপজেলার ইস্তা গ্রামের মারকাজুল হুনাফা আল মুসলিমিন মাদ্রাসায় অভিযান চালানো হয়।
এ সময় সেখান থেকে আনসারুল্লাহ বাংলা টিমের দুই সদস্য আতাউর রহমান বিক্রমপুরী ওরফে আসাদুল্লাহ ওরফে আতাউর এবং মো. মোজাহিদুল ইসলাম ওরফে সাইফুদ্দিনকে তারা আটক করেন। পরে তাদের কাছ থেকে জঙ্গি সংগঠন কাজের জন্য ব্যবহৃত একটি ল্যাপটপসহ বিভিন্ন বই পুস্তক উদ্ধার করা হয়। আতাউর রহমান বিক্রমপুরী মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার আমতলী গ্রামের হুমায়ুন সর্দারের ছেলে এবং মো. মোজাহিদুল ইসলাম গোপালগঞ্জ সদর উপজেলার ইসলামপুর দ্বীপচরের আশরাফ আলীর ছেলে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে ঝিকরগাছা থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে।