কালীগঞ্জে জনসমাগম ঠেকাতে অভিযান, দোকানপাট বন্ধ

0

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে জনসমাগম ঠেকাতে অভিযানে নেমেছে প্রশাসন। বুধবার সকাল থেকেই এ অভিযান পরিচালনা করা হয়। এদিকে করোনাভাইরাস প্রতিরোধে শহরের প্রায় সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ দেখা গেছে। এ সময় কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা রাণী সাহা উপজেলার মেইন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে কাজ না থাকা ব্যক্তিদের বাড়িতে চলে যাওয়ার নির্দেশ দেন। তিনি দোকান ও অফিস বন্ধ করতে সকলকে অনুরোধ করেন। তিনি বলেন, বিশেষ প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হবেন না। করোনা প্রতিরোধে আমাদের সবাইকে সচেতন হতে হবে। নির্বাহী অফিসার জানান, ইতিমধ্যে কালীগঞ্জ উপজেলার সকল সাপ্তাহিক হাট বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল হাট বন্ধ থাকবে। এছাড়াও শহরের দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। শুধু নিত্যপ্রয়োজনীয় জিনিষের দোকান, কাঁচাবাজার, ওষুধ ও হাসপাতাল খোলা রাখা যাবে।