যশোরে করোনাভাইরাস মোকাবেলায় কাজ করবে সম্মিলিত সাংস্কৃতিক জোট

0

স্টাফ রিপোর্টার॥ প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবেলায় কাজ করবে যশোরের সাংস্কৃতিক সংগঠনসমূহ গতকাল বুধবার প্রেসকাব যশোরে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলু। এ সময় তিনি বলেন, সমগ্র বিশ্ব আজ করোনাভাইরাসের কাছে চরম অসহায়। আমাদের দেশও চরম অনিশ্চয়তার মধ্যে। এ থেকে সাধারণ মানুষকে সচেতন ও সহায়তা করার লক্ষ্যে তাদের সাথে মাস্ক, টেলি মেডিসিন সহায়তা ও হ্যান্ড স্যানিটাইজার বিলি করার সিদ্ধান্ত গ্রহণ করেছে সকল সাংস্কৃতিক সংগঠন। জেলা প্রশাসনের সহযোগিতায় দর্শনার কেরু অ্যান্ড কোম্পানি থেকে তাদের তৈরি হ্যান্ড স্যানিটাইজার ক্রয় করে সাধারণ মানুষের মাঝে বিলি করা হবে। সাথে থাকবে মাস্কও। এছাড়া ডা. জহিরুল ইসলামের নেতৃত্বে যশোর মেডিকেল কলেজের তরুণ দশজন শিক্ষার্থীর পরিচালনায় টেলি মেডিসিন সহায়তার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এখানে যে নাম্বার দেয়া থাকবে সেখান থেকে মানুষ স্বাস্থ্যসেবা নিতে পারবেন। তিনি এই কার্যক্রমকে সফল করতে সকলের সহায়তা কামনা করেছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাড. মাহমুদ হাসান, উদীচী যশোরের সাধারণ সম্পাদক সামছুর রহমান খান বিপ্লব, চাঁদেরহাট যশোরের সাধারণ সম্পাদক ফারাজি আহমেদ সাঈদ বুলবুল, তীর্যক যশোরের সাধারণ সম্পাদক দিপঙ্কর দাস রতন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বাসুদেব বিশ্বাস প্রমুখ।