যশোরে ১৫ দিনে বিদেশ থেকে ফেরা ৩৬২৫ জনকে খুঁজছে প্রশাসন

0

বিএম আসাদ ॥ গত ৮ দিনে ৫ হাজার ২শ’ ৮৪ জন বিদেশ থেকে যশোরে ফিরে এসেছেন। গত ১৫ দিনে আসা প্রবাসীদের মধ্যে ৩ হাজার ৬শ’ ২৫ জনের কোন তথ্য মেলেনি। তারা কোয়ারেন্টিনের বাইরে রয়েছেন। সিভিল সার্জন অফিস সূত্র জানায়, এ সময়ে ১ হাজার ৬শ’ ৬৯ জনকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। করোনাভাইরাস প্রতিরোধে জেলা মনিটরিং সেল ও কন্ট্রোল রুম থেকে জানা গেছে, গত ১০ মার্চ থেকে ১৮ মার্চ পর্যন্ত ৮ দিনে যশোর জেলায় সর্বমোট ৫ হাজার ২শ’ ৮৪ জন বিদেশ থেকে ফেরত এসেছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ পরিসংখ্যান জেলা প্রশাসকের দপ্তরে পাঠানো হয়। এরপর থেকে আর কোন তথ্য আসেনি। সে মোতাবেক যশোর পৌরসভার ঠিকানায় বিদেশ থেকে এসেছেন ৬শ’ ৫২ জন। সদর উপজেলার ঠিকানায় আসেন ১ হাজার ৪শ’ ৯ জন। সর্বমোট ২ হাজার ৬১ জন বিদেশ থেকে এসেছেন। সদর উপজলো ও পৌর সভায়। সিভিল সার্জন অফিসের তথ্যমতে কোয়ারিন্টেনের সংখ্যা গত ২৫ মার্চ সকাল ৮টা পর্যন্ত ৯শ’ ৮৪ জন। ১ হাজার ৭৭ জন কোয়ারেন্টিনের বাইরে রয়েছেন। অভয়নগর উপজেলায় বিদেশ হতে ফেরত এসেছেন ৭শ’ ৫৬ জন। কোয়ারেন্টিনের সংখ্যা ৬১ জন। বাইরে ৬শ’ ৯৫ জন। বাঘারপাড়ায় ফেরত এসেছেন ৩শ’ ১৮ জন, কোয়ারেন্টিনে ২২ জন। বাইরে রয়েছেন ২শ’ ৯৬ জন। চৌগাছায় বিদেশ ফেরত শ’ ২ জন। কোয়ারেন্টিনে ৩২ জন। বাইরে ১১শ’ ৭০ জন। ঝিকরগাছা বিদেশ ফেরত ৫শ’ ২০ জন। কোয়ারেন্টিনে ১শ’ ১৮ জন। বাইরে ৩শ’ ৬২ জন। কেশবপুরে বিদেশ ফেরত প্রবাসীর সংখ্যা ৩শ’ ১৭ জন। কোয়ারেন্টিনে ৬১ জন। বাইরে ২শ’ ৫৬ জন। মনিরামপুরে বিদেশ ফেরত ৫শ’ ৩৯ জন। কোয়ারেন্টিনে ৬১ জন। বাইরে ৪শ’ ২৭ জন। শার্শা উপজেলায় বিদেশ ফেরত ৫শ’ ৭১ জন। কোয়ারেন্টিনে ২শ’ ৩৭ জন। কোয়ারেন্টিনের বাইরে রয়েছেন ৩শ’ ৩৪ জন। মনিটরিং সেল ও কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল হাসান জানিয়েছেন, যশোরের ঠিকানা যে সকল প্রবাসী বিদেশ থেকে এসেছেন। তাদের সবাই কোয়ারেন্টিনের আওতায় আসিনি।