ফতেপুর ইউনিয়নে বিদেশ ফেরতদের বাড়িতে লাল পতাকা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নে করোনা ভাইরাসের কারণে বিদেশ ফেরতদের বাড়িতে লাল পতাকা টাঙিয়ে সতর্ক করে দেয়া হয়েছে এবং ১৪ দিন তাদের বাড়ি থেকে বাইরে যেতে নিষেধ করা হয়েছে। গতকাল দিনব্যাপী ফতেপুর ইউনিয়নের ৩৯ জন বিদেশ থেকে আসা ব্যক্তিদের বাড়িতে এই পতাকা টাঙিয়ে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিএনপির নেতা মো. রবিউল ইসলাম. উপজেলা সমবায় কর্মকর্তা রণজিত কুমার দাস, চাঁনপাড়া ফাঁড়ির টুআইসি শরিফুজ্জামান শরীফ, ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. জহুর আলী, সচিব মো. মুজিবুর রহমান, মেম্বার বাবুল ইসলাম, মাসুদুর রহমান, তবিবর রহমান, মফিজুর রহমান, শরিফুল ইসলাম, স্বপন গোস্বামী, পল্লী অঞ্চল উন্নয়ন কর্মকর্তা শাহীন আলম প্রমুখ।