ইউরোপে গমের হেক্টরপ্রতি উৎপাদন কমছে

0

লোকসমাজ ডেস্ক॥ সংকটকালীন সময় পার করছে পুরো ইউরোপ। নভেল করোনাভাইরাসের মহামারীর কারণে মহাদেশটি কার্যত লকডাইন হয়ে আছে। এ সময় আরেকটি হতাশার কথা শুনিয়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ক্রপ মনিটরিং সার্ভিস এমএআরএস। প্রতিষ্ঠানটি বলছে, চলতি বছর ইইউভুক্ত দেশগুলোয় গমের হেক্টরপ্রতি গড় উৎপাদন ২ শতাংশের বেশি কমতে পারে। এর পেছনে বৈরী আবহাওয়াকে দায়ী করছে প্রতিষ্ঠানটি। খবর বিজনেস রেকর্ডার।
এমএআরএসের সাম্প্রতিক পূর্বাভাসে বলা হয়েছে, ২০২০ সালে ইইউভুক্ত দেশগুলোয় প্রতি হেক্টর জমিতে গড়ে ৫ দশমিক ৮৮ টন সফট হুইট উৎপাদন হতে পারে, যা আগের বছরের তুলনায় ২ দশমিক ১ শতাংশ কম। একই সঙ্গে তা গত পাঁচ বছরের গড়ের তুলনায় ১ দশমিক ৯ শতাংশ কম। ২০১৯ সালে এসব দেশে কৃষিপণ্যটির হেক্টরপ্রতি গড় উৎপাদন ছিল ৬ দশমিক ১ টন।
প্রতিষ্ঠানটি এ পূর্বাভাসে যুক্তরাজ্যকে ইইউভুক্ত দেশ হিসেবে ধরেছে। যদিও যুক্তরাজ্য ইউরোপীয় জোট থেকে বেরিয়ে গেছে। এমএআরএস বলছে, এবারের মৌসুমে পশ্চিম ইউরোপের দেশগুলোয় অতিরিক্ত বৃষ্টিপাত হয়েছে। বাড়তি বৃষ্টির কারণে চলতি বছর ইইউভুক্ত দেশগুলোয় গমের হেক্টরপ্রতি গড় উৎপাদন কমতে পারে।
এদিকে ২০২০ সালে ইইউভুক্ত দেশগুলোয় শীতকালীন যবের হেক্টরপ্রতি গড় উৎপাদন ৪ দশমিক ৮৫ টনে দাঁড়াতে পারে।