অভয়নগরে জমি কিনে বিপাকে শিক্ষক সিদ্দিক

0

স্টাফ রিপোর্টার,অভয়নগর (যশোর) ॥ যশোরের অভয়নগর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের শিক্ষক সিদ্দিকুর রহমান জমি কিনে বিপাকে পড়েছেন। খেটেছেন জেলও। ক্রয়কৃত জমি থেকে তাকে উচ্ছেদ করতে মরিয়া হয়ে উঠেছেন জসিম উদ্দিন ও হাজী মো. খোকন মোল্লা। নির্মাণাধীন বাড়ির কাজ বন্ধ করতে ১৪৪ ধারাও জারি করেছেন তারা। পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন শিক্ষক সিদ্দিকুর রহমান। স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়ে মঙ্গলবার দুপুরে নওয়াপাড়া প্রেস কাবে সংবাদ সম্মেলন করেন শিক্ষক সিদ্দিকুর রহমান ও তার পরিবার। সংবাদ সম্মেলনে সিদ্দিকুর রহমান তার লিখিত বক্তব্যে বলেন, অভয়নগর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মৃত হানেফ মোল্লার ছেলে হাবিবুর রহমান মোল্লার কাছ থেকে ২০১৬ সালে বালিয়াডাঙ্গা মৌজার ১৮৯০ দাগে ৮ শতক জমি ক্রয় করি। যার দলিল নম্বর ২১৪৪/১৬। এছাড়াও একই দাগে নাজিম উদ্দিন মোল্লার কাছ থেকে ৬.২৯ শতক জমি ক্রয় করা হয়। যার দলিল নম্বর ৩২৫০/১৬। ১৪.২৯ শতক জমি ক্রয়ের পর থেকে আমি ভোগদখল করে আসছি। ওই ক্রয়কৃত জমি থেকে উচ্ছেদ করতে মরিয়া হয়ে উঠেছেন একই গ্রামের হাবিবুর রহমানের ছেলে জসিম উদ্দিন ও মৃত নাজের মোল্লার ছেলে হাজী মো. খোকন মোল্লা। তারা নিজেদের মৎস্যঘেরে বিষ প্রয়োগ করে আমার নামে মিথ্যা মামলা দিয়ে জেলহাজত খাটিয়েছেন। এখানেই ক্ষ্যান্ত হয়নি তারা। প্রতিনিয়ত ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিচ্ছে। ক্রয়কৃত জমিতে আমি পাকা বাড়ির নির্মাণ কাজ শুরু করি। কিন্তু ওই প্রতারকদ্বয় আমার নির্মাণাধীন বাড়ির কাজ বন্ধ করতে আদালতের মাধ্যমে ১৪৪ ধারা জারি করেছেন। বন্ধ হয়েছে বাড়ির নির্মাণ কাজ। নষ্ট হচ্ছে নির্মাণ সামগ্রী রড, সিমেন্ট, বালি, পাথরসহ বিভিন্ন মালামাল। তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে দ্রুত সময়ের মধ্যে বাড়ির নির্মাণ কাজ পুনরায় শুরু এবং জসিম উদ্দিন ও হাজী মো. খোকন মোল্লার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি করেন। সংবাদ সেম্মেলনে উপস্থিত ছিলেন শিক্ষকের স্ত্রী নুরুনাহার বেগম ও ছেলে মেহেদী হাসান ইমন।