চট্টগ্রাম বন্দরের নি¤œমান সহকারীর বিরুদ্ধে স্ত্রীর যৌতুক আইনে মামলা

0

স্টাফ রিপোর্টার ॥ প্রথম স্ত্রীর কথা গোপন রেখে ফের বিয়ে এবং যৌতুক দাবির অভিযোগে চট্টগ্রাম বন্দরের নি¤œমান সহকারী মেহেদী হাসানের বিরুদ্ধে যশোরে মঙ্গলবার মামলা হয়েছে। অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আকরাম হোসেনের আদালতে এ মামলা করেন স্ত্রী (দ্বিতীয়) শামিমা নাসরিন। বিচারক তার অভিযোগ আমলে নিয়ে তদন্ত সাপেক্ষে প্রতিবেদন দাখিলের জন্য ঝিকরগাছা থানা পুলিশের ওসিকে আদেশ দিয়েছেন। শামিমা নাসরিন ঝিকরগাছা উপজেলার ঘোড়দাহ গ্রামের মহী উদ্দিনের মেয়ে। অপরদিকে অভিযুক্ত মেহেদী হাসান মনিরামপুর উপজেলার মুড়াগাছা গ্রামের আব্দুস সামাদের ছেলে। শামিমা নাসরিনের অভিযোগ, ২০১৭ সালের ১৮ সেপ্টেম্বর মেহেদী হাসানের সাথে তার বিয়ে হয়। বিয়ের তার স্বামীকে দুই লাখ টাকার মালামাল দেয়া হয়। কিন্তু কিছুদিন যেতে না যেতেই তার স্বামী ৩ লাখ টাকা যৌতুকের জন্য তাকে চাপ দিতে থাকেন। এ জন্য তাকে শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়। এরপর শামিমা নাসরিন ২০২০ সালের ২২ মার্চ কাজী অফিসে গিয়ে জানতে পারেন, মেহেদী ২০১৭ সালের ২৫ আগস্ট রিতু নামে এক নারীকে বিয়ে করেছিলেন। যা তিনি গোপন করে তাকে বিয়ে করেছেন।