যশোর শহরে বিএনপি ও অঙ্গ সংগঠনের সাবান, লিফলেট বিতরণ

0

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের নির্দেশনা ও সার্বিক ব্যবস্থাপনায় শহরে সাবান ও লিফলেট বিতরণ করেছে বিএনপি ও অঙ্গসংগঠন। গতকাল মঙ্গলবার পৌরসভার ৯টি ওয়ার্ডে স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের সাথে নিয়ে তারা এই সাবান, লিফলেট বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনছারুল হক রানা, যুগ্ম সম্পাদক নাজমুল হোসেন বাবুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি নির্মল কুমার বিট, সাধারণ সম্পাদক মোস্তপা আমির ফয়সাল, জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি, সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ ইমরান প্রমুখ।