সবেতনে ছুটি ও কার্যকর ব্যবস্থার আহবান হোটেল শ্রমিকদের

0

বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশনের সভাপতি আব্দুল খালেক এবং সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন এক যুক্ত বিবৃতিতে বলেন, করোনা ভাইরাস পরিস্থিতির কারণে অন্যান্য সেক্টরের শ্রমিকদের মত হোটেল সেক্টরের শ্রমিকদের সম্যসা বৃদ্ধি পাচ্ছে। ঢাকা মহানগরসহ জেলা ও থানা শহর পর্যায়ে হোটেল বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু এই পরিস্থিতিতে মালিকরা সবেতনে ছুটি এবং পরবর্তী তার চাকরির নিশ্চয়তা না দিয়েই হোটেল বন্ধ করে দিচ্ছে। হোটেলের শ্রমিকদের সবেতনে ছুটি দিতে এবং সাথে সাথে সরকারের পক্ষ থেকে পূর্ণাঙ্গ রেশনিং ব্যবস্থা কার্যকর করে শ্রমিক ও শ্রমজীবী তথা সংখ্যাগরিষ্ঠ জনগণের পাশে দাঁড়াতে নেতৃবৃন্দ আহ্বান জানান। একই সাথে কলকারখানা পরিদর্শকের উদ্যোগ নিয়ে শ্রমিকদের সবেতনে ছুটির বিষয়ে কার্যকর উদ্যোগ গ্রহণ করারও আহবান জানান। অপরদিকে জাতীয় দুর্যোগের কারণে আগামী ৩০ মার্চের পূর্ব ঘোষিত কর্মসূচি স্থগিত করা হয়। এছাড়াও নেতৃবৃন্দ বলেন, করোনা মোকাবিলায় আতঙ্কিত না হয়ে নেতাকর্মী ও শ্রমিক ভাইবোনেদেরকে জনগণের পাশে দাঁড়ানোর আহবান জানান। বিজ্ঞপ্তি।