পাইকগাছায় করোনা প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা

0

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার পাইকগাছা থানার উদ্যোগে করোনা নির্ণয় ও প্রতিরোধ বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েরছ। সভায় পৌর মেয়র, সকল ইউপি চেয়ারম্যান উপস্থিত ছিলেন। মঙ্গলবার সকালে থানার অফিস কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ওসি এজাজ শফী। প্রতিরোধ বিষয়ক আলোচনা সভায় বক্তŸ্য রাখেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, ইউপি চেয়ারম্যান, জোয়াদুর রসুল বাবু, মজিদ গোলদার, এস.এম এনামুল হক, কে.এম, আরিফুজ্জামান তুহিন, রিপন কুমার মন্ডল, চিত্তরঞ্জন মন্ডল, রুহুল আমিন বিশ্বাস, কওসার আলী জোয়াদ্দার, প্যানেল চেয়ারম্যান শেখ জাকির হোসেন লিটন। সভায় বিদেশফেরত ৭৭ জনের বাড়িতে হোম কোয়ারেন্টাইন স্থাপন, লাল পতাকা ও স্টিকার লাগানো হয়। সকলকে সতর্ককরণে ব্যাপক মাইকিং, প্রচার-প্রচারণা অব্যাহত রাখার সিদ্ধান্ত নেয়া হয়।