শ্যামনগরে মাইকিং দোকানপাট বন্ধ করোনা আতঙ্কে রাস্তাঘাট ফাঁকা

0

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ সাতক্ষীরার শ্যামনগরে করোনাভাইরাস প্রতিরোধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নানামুখি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। গত সোমবার প্রশাসনের পক্ষ থেকে মাইকিং এর মাধ্যমে দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছে। পরর্বর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপজেলার ১২ টি ইউনিয়নের সকল প্রকার ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে ওষধের দোকান, মুদি দোকান, কাঁচামাল ও মাছ-মাংসের দোকান খোলা থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। এ প্রেক্ষিতে সোম ও মঙ্গলবার সকাল হতে প্রায় সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ দেখা যায়। করোনা ভাইসা আতঙ্কে উপজেলা সদরসহ সকল জায়গায় রাস্তাঘাটে জনসমাগম একেবারেই কমে গেছে।
শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আ ন ম আবুজর গেফারী বলেন, বিশ্বের বিভিন্ন দেশ থেকে এ পর্যন্ত এক হাজার দুইশ ১০ জন প্রবাসী শ্যামনগর উপজেলায় নিজ নিজ বাড়িতে ফিরেছেন। তন্মধ্যে একশ আটাত্তর জন প্রবাসীকে সনাক্ত করে হোম কোয়ারেন্টাইনে থাকার পরার্মশ দেওয়া হয়েছে। ওই ১৭৮ জন প্রবাসীকে প্রশাসনের পক্ষ থেকে যথারীতি স্বাস্থ্যগত তদরকি করা হচ্ছে। বাড়ি ফেরা ১০৩২ জন প্রবাসীকে ডাক্তারী পরীক্ষা নিরীক্ষা অব্যহত আছে। স্থানীয় সুধীজন বিদেশফেরত প্রবাসীদের যথাশিঘ্র সম্ভব সনাক্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। শ্যামনগর থানার ওসি নাজমুল হুদা জানান, করোনা ভাইরাসরোধে ছাত্র-ছাত্রীদের সকলকে বাড়িতে থাকার জন্য পরার্মশ দেওয়া হয়েছে। আর পুলিশ সদস্যরা বিদেশফেরতসহ সকল জায়গায় নজরদারি করছেন। কালিগঞ্জ বাসশ্রমিক সহ-সভাপতি ড্রাইভার ইসলাম জানান, করোনাভাইরাস আতঙ্কে বাসে যাত্রী নেই। মঙ্গলবার দুপুর ১১ টায় শ্যামনগর থেকে ছেড়ে যাওয়া গেটলক পরিবহনে ১০/১২ জন যাত্রী নিয়ে সাতক্ষীরায় ছেড়ে গেছে। একে ট্রাভেল পরিবহন কাউন্টার ম্যানেজার খলিলুর রহমান জানান, মঙ্গলবার সকালে ৭ জন যাত্রী নিয়ে পরিবহনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।