চৌগাছা সরকারি কলেজের শহীদ জিয়া হলে ৩৫ বেডের আইসোলেশন কর্নার

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ যশোরের চৌগাছায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য আইসোলেশন কর্নার প্রস্তুত করেছে উপজেলা প্রশানস ও হাসপাতাল কর্তৃপক্ষ। মঙ্গলবার সকালে আইসোলেশন কর্নারের জন্য প্রাথমিকভাবে সরকারি কলেজে ৩৫ টি বেড প্রস্তুত করা হয়েছে। এছাড়া ২ শ বেড প্রস্তুতের কাজ চলছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছে মানুষ। ইতোমধ্যে ৩ জনের মৃত্যুতে দেশের সর্বত্রই দেখা দিয়েছে আতঙ্ক। এ আতঙ্ক এখন উপজেলার শহর ও শহরতলীতে ছড়িয়ে পড়েছে। এমন এক পরিস্থিতিতে সারাদেশের মতো চৌগাছায় করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন ও হাসপাতাল কর্তৃপক্ষ উদ্যোগ গ্রহণ করেছে। যদি কেউ এই ভাইরাসে আক্রান্ত হয় তার চিকিৎসাসেবা দিতে প্রস্তুত করা হয়েছে ৩৫ টি বেড। হাসপাতালের অন্য রোগীদের সুরক্ষার কথা বিবেচনা করে সরকারি কলেজের শহীদ জিয়া আবাসিক হলে আইসোলেশন কর্নার প্রস্তুত করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা লুৎফুন্নাহার উপস্থিত থেকে কলেজের ছাত্রাবাসটি পরিষ্কার পরিচ্ছন্ন করে আইসোলেশন কর্নার প্রস্তুত করেন। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা লুৎফুন্নাহার জানান, সরকারের নির্দেশক্রমে আমরা বর্তমানে ৩৫ বেডের আইসোলেশন কর্নার প্রস্তুত করেছি। আগামী ২ দিনের মধ্যে আরো ২ শ বেড প্রস্তুত করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, চৌগাছাতে যদি কোন ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়, তাহলে ওই রোগীর সেবা নিশ্চিত করার লক্ষ্যে আইসোলেশন কর্নার প্রস্তুত করা হয়েছে। পরিবেশ পরিস্থিতি অনুযায়ী যা যা করনীয় সেটা করতে আমরা প্রস্তুত। এছাড়া চিকিৎসা সেবা দিতে গিয়ে যদি মেডিকেল টিমের কেউ অসুস্থ হয়ে পড়েন তাদের জন্যও আলাদা একটি আইসোলেশন ইউনিট রাখা হয়েছে বলে তিনি জানান।