যশোরে নারীর টাকা হাতিয়ে নেয়া বিকাশ প্রতারকচক্রের চার সদস্যের স্বীকারোক্তি

0

স্টাফ রিপোর্টার ॥ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) হাতে আটক বিকাশ প্রতারকচক্রের সদস্যরা যশোরে মোছা. শাহানারা পারভীন নামে একজন নারীর কাছ থেকে প্রতারণার মাধ্যমে পৌনে এক লাখ টাকা হাতিয়ে নিয়েছিলো। এরই সূত্র ধরে অভিযান চালিয়ে মাগুরা ও নড়াইল থেকে বিকাশ প্রতারকচক্রের ৪ সদস্যকে আটক করে পিবিআই। সোমবার তাদের আদালতে সোপর্দ করা হলে তারা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জুডিসিয়াল মাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মঞ্জুরুল ইসলাম ও সাইফুদ্দিন হোসাইন তাদের জবানবন্দি গ্রহণ করেন। পরে তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সংশ্লিষ্ট সূত্র জানায়, যশোর শহরের পুরাতন কসবা বিমান অফিস মোড় এলাকার কবির হোসেনের স্ত্রী শাহানারা পারভীনকে গত ১২ ফেব্রুয়ারি বিকাশ প্রতারকচক্রের সদস্যরা মোবাইল ফোন করেন। তারা নিজেদের বিকাশ সদর দফতরের কর্মকর্তা পরিচয়ে কৌশলে পাসওয়ার্ড ও ভেরিফিকেশন কোড নিয়ে নেন। এরপর ওই পাসওয়ার্ড ও ভেরিফিকেশন কোড ব্যবহার করে শাহানারা পারভীনের বিকাশ অ্যাকাউন্ট থেকে ৭৩ হাজার ৯১৪ টাকা হাতিয়ে নেন। এ ঘটনায় শাহানারা পারভীন কোতয়ালি থানায় একটি জিডি করেছিলেন। পরে এই জিডির সূত্র ধরে বিকাশ প্রতারকচক্রের সদস্যদের ধরতে অভিযানে নামে পিবিআই। গত ২১ মার্চ মাগুরা ও নড়াইলে অভিযান চালিয়ে আটক করা হয় প্রতারক সালমান আকিব হৃদয়, মো. সোহেল, অপু মোল্লা ও মনিরুল ইসলামকে। এদের সকলের বাড়ি মাগুরায়। সূত্র জানায়, গত রবিবার রাতে পিবিআই যশোরের এসআই ¯েœহশিস দাশ আটক ওই ৪ প্রতারকসহ ৮ জনকে আসামি করে কোতয়ালি থানায় একটি মামলা করেন। এছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও ৩০/৪০ জনকে আসামি করা হয়েছে। এজাহারভুক্ত অপর ৪ আসামি হচ্ছেন, নড়াইল সদর উপজেলার কাগজীপাড়া গ্রামের ফিরোজ মুন্সীর ছেলে সজল মুন্সী, মাহাবুব মুন্সীর ছেলে মো. হানিফ, মাগুরার শ্রীপুর উপজেলার মহেশপুর গ্রামের মোহাম্মদ শেখের ছেলে বিপ্লব শেখ ও একই এলাকার অন্তর।