যশোর জেলা পরিষদের চেয়ারম্যানের কাছে মোবাইল ফোন করে চাঁদা দাবি

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুলের কাছে মোবাইল ফোন করে চাঁদা দাবি করেছেন অজ্ঞাত ব্যক্তি। গত রোববার দিবাগত রাত ২টার দিকে তাকে মোবাইল ফোন করেন অজ্ঞাত ওই ব্যক্তি। এ ঘটনায় সোমবার জেলা পরিষদ চেয়ারম্যান কোতয়ালি থানায় একটি জিডি করেছেন। এ তথ্য নিশ্চিত করেছেন কোতয়ালি থানা পুলিশের ইনসপেক্টর (তদন্ত) শেখ তাসমীম আলম।পুলিশের একটি সূত্র জানায়, রোববার রাত ২ টার দিকে অজ্ঞাতনামা এক ব্যক্তি জেলা পরিষদ চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুলের কাছে মোবাইল ফোন করেন। এ সময় ওই ব্যক্তি তার কাছে চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে তাকে প্রাণনাশের হুমকিও দেয়া হয়। এর প্রেক্ষিতে তিনি জীবনের নিরাপত্তা চেয়ে সোমবার থানায় জিডি করেছেন। এ বিষয়ে জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল সাংবাদিকদের জানান, ‘রাতে কে একজন এক লাখ টাকা চেয়ে তার কাছে মোবাইল করেন। ফোনদাতা নিজের পরিচয় দেননি। তাকে বলে দেয়া হয়েছে, সকালে অফিসে টাকা নিয়ে যাওয়ার জন্য। কিন্তু এরপর ওই মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়।’