কেশবপুরে জমি নিয়ে বিরোধে হামলায় মহিলা মেম্বার আহত

0

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) ॥ যশোরের কেশবপুরে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় কেশবপুর সদর ইউনিয়নের মেম্বার সন্ধ্যা রাণী রায় আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। এ ঘটনায় তিন জনের বিরুদ্ধে থানায় অভিযোগ হয়েছে। অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার দোরমুটিয়া গ্রামের সুকুমার রায়ের বসত ভিটার জমি নিয়ে দীর্ঘ ১ বছর ধরে বিরোধ চলে আসছিল প্রতিবেশী ললিত রায়ের সাথে। গত রবিবার ললিত রায়ের ছেলে অমল রায়ের নেতৃত্বে ৩/৪ জন যুবক লাঠিসোটা নিয়ে সুকুমার রায়ের বসত ভিটায় প্রবেশ করে। এ সময় তার স্ত্রী কেশবপুর সদর ইউনিয়নের মহিলা মেম্বার সন্ধ্যা রাণী রায়কে এলোপাতাড়িভাবে পিটিয়ে আহত করে। এ ঘটনায় সোমবার মহিলা মেম্বার সন্ধ্যা রাণী রায় থানায় অভিযোগ দিয়েছেন। প্রতিপক্ষ ললিত রায় বলেন, তাদের কাছে আমার জমি পাওনা রয়েছে। তারা ছাড়তে রাজি না হলে উভয়ের মধ্যে ঠেলাঠেলি হয়েছে মাত্র। কাউকে মারধর করা হয়নি। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ (ওসি) জসিমউদ্দীন বলেন, অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্তনাধীন রয়েছে।