কলারোয়ায় নিয়মিত মামলার ৪ আসামি গ্রেফতার

0

কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ সাতক্ষীরার কলারোয়ায় নিয়মিত মামলার ৪ জন আসামিকে গ্রেফফার করেছে পুলিশ। উপজেলার সোনাবাড়িয়া তিনরাস্তার মোড় থেকে রবিবার পুলিশ তাদের আটক করে। আটককৃতরা হলেন, সোনাবাড়িয়া গ্রামের অমেদ আলীর পুত্র শাহিনুর হোসেন (৩৫), হিজলদী গ্রামের রয়েল বক্স গাজীর পুত্র মহসীন আলী, আকবার আলী বিশ্বাসের পুত্র আবু তালেব (৪৫) ও কাউরিয়া গ্রামের ওমর আলীর পুত্র মনিরুল ইসলাম (৩২)। সোমবার তাদের সাতীরা আদালত প্রেরণ করা হয়েছে বলে ওসি শেখ মুনীর-উল-গীয়াস জানান।