করোনা প্রতিরোধে নওয়াপাড়া পৌরসভার লিফলেট বিতরণ

0

স্টাফ রিপোর্টার,অভয়নগর (যশোর) ॥ যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার উদ্যোগে করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে পৌর মেয়র ও অভয়নগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুশান্ত কুমার দাস শান্তর সভাপতিত্বে এ লিফলেট বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, পৌর প্যানেল মেয়র আলহাজ মিজানুর রহমান, পৌর কাউন্সিলর জিয়াউদ্দিন পলাশ, মিজানুর রহমান মোল্লাা, শাহ্ জোবায়ের, মুজিবর রহমান, বস্তি উন্নয়ন কর্মকর্তা রাজিবুর রহমানসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।