সিডনিতে গৃহবন্দী শাবনূর

0

লোকসমাজ ডেস্ক॥ করোনাভাইরাস আতঙ্ক এখন বিশ্বজুড়ে। এরই মধ্যে বাংলাদেশে এ ভাইরাসে প্রভাব পড়েছে। জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছে সরকার। করোনা মোকাবেলায় ইতোমধ্যে দেশের শিক্ষা প্রতিষ্ঠানসহ অনেক অফিস-আদালত বন্ধ ঘোষণা করা হয়েছে। করোনার প্রভাব পড়েছে বাংলাদেশের শোবিজ অঙ্গনেও। ইতোমধ্যে বন্ধ করা হয়েছে সব ধরণের শুটিং।
এদিকে অস্ট্রেলিয়ার সিডনিতে অবস্থান করছেন জনপ্রিয় নায়িকা শাবনূর। অন্য সকলের মতো তিনিও সেখানে গৃহবন্দী জীবন কাটাচ্ছেন। শাবনূর বলেন, সাতদিনে একবার বের হচ্ছি। সেটাও বাসার বাজার করার জন্য। এদিকে সিডনি থেকে মেলবোর্ন যাওয়া-আসা বন্ধ করে দিয়েছে এদেশের সরকার।
তিনি আরো বলেন, আমি বাসা থেকে বের হচ্ছি না। আর ডিপার্টমেন্ট স্টোরে খাবারও জলদি শেষ হয়ে যাচ্ছে। সকলে আতঙ্কে দিন কাটাচ্ছে। দেশের মানুষের কথা মনে পড়ছে। রাত-দিন দেশের সকলের সঙ্গে কথা বলার চেষ্টা করছি। খবর নিচ্ছি।
১৯৯৩ সালে চলচ্চিত্রে আসা শাবনূর ২০১২ সাল পর্যন্ত অভিনয়ে নিয়মিত ছিলেন। অনেক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন তিনি। ২০১৩ সাল থেকে অস্ট্রেলিয়াতেই স্থায়ী হন এ অভিনেত্রী। সেখানে ব্যবসা প্রতিষ্ঠানও গড়ে তোলেন। মাঝে মধ্যেই দেশে আসেন।