ঝিকরগাছায় এনএস নিউজ টিভির পরিচয়পত্র দিচ্ছেন বিল্লাল হোসেন !

0

ঝিকরগাছা ( যশোর) সংবাদদাতা ॥ যশোরের ঝিকরগাছা উপজেলায় পল্লীতে বসেই চার যুবককে কথিত এনএস নিউজ টিভির জেলা ও উপজেলা প্রতিনিধি হিসেবে পরিচয়পত্র দিচ্ছেন বিল্লাল হোসেন। তিনি উপজেলার পানিসারা ইউনিয়নের রাজাপুর গ্রামের একজন প্রতারক হিসেবে কুখ্যাত। রবিবার সকালে উপজেলা পানিসারা ইউনিয়নের নারাঙ্গালী মোড়ে মিজানুর রহমানের কম্পিউটার দোকানে বসে অল্প বয়সী চার যুবককে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি হিসেবে নিয়োগ ছাড়াই পরিচয়পত্র তৈরি করছিলেন বিল্লাল হোসেন। এ সময় স্থানীয়রা তাদের গতিবিধি সন্দেহজনক দেখে ওই দোকানের মধ্যে আটকে রেখে স্থানীয় চেয়ারম্যান নওশের আলী পুলিশে খবর দেন। ঝিকরগাছা থানার এসআই সিরাজুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে বিল্লাল হোসেনের পরিচয় জানতে চাইলে বিল্লাল নিজেকে এনএস নিউজ টিভির সাংবাদিক পরিচয় দেন এবং একটি পরিচয় পত্র দেখান। বাকি চার যুবককে এখানে কেন ডেকে এনেছেন এমন প্রশ্নের জবাবে বিল্লাল হোসেন বলেন, উপজেলার পটুয়াপাড়া গ্রামের আসলাম হোসেনের পুত্র ইমন হোসেনকে (২০) এনএস নিউজ টিভির যশোর জেলা প্রতিনিধি, এছাড়া একই গ্রামের হাশেম আলীর পুত্র শরিফ হোসেন (২৫), বিপ্লব হোসেনের পুত্র সজীব হোসেন (১৭) এবং কৃষ্ণনগর গ্রামের দীপকের পুত্র বিশ্বজিৎকে (১৭) এ জেলার বিভিন্ন উপজেলাতে ওই টিভির প্রতিনিধি হিসেবে পরিচয়পত্র দেব বলে ডেকেছি। এ সময় এস আই সিরাজুল ইসলাম জানতে চান, এভাবে পল্লীতে বসে অফিসিয়াল পরিচয়পত্র দেয়ার কি কোন বৈধতা আছে এবং আপনি দেয়ার কে ? বিল্লাল হোসেন নিজেকে ওই টিভির মালিক বলে দাবি করেন। বিল্লাল টিভির মালিক শুনে স্থানীয় চেয়ারম্যান নওশের আলীসহ উপস্থিত বহু মানুষ হতবাক হয়ে যান। পুলিশ পরিচয় পত্র নিয়ে যাচাই করে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়ে সবাইকে ছেড়ে দেয়।