প্রধানমন্ত্রীর সহযোগিতায় বাঁচতে চান বাগেরহাটের অসুস্থ শাহাদৎ

0

বাগেরেহাট সংবাদদাতা ॥ বাগেরহাটে জীবন বাঁচাতে প্রধানমন্ত্রীর সহযোগিতা চান ফুঁসফুঁসে পানি জমা (প্লুরাল ইনফিউশন) রোগে আক্রান্ত গাড়িচালক মো. শাহাদৎ হোসেন (৪৮)। চিকিৎসায় নিজের সঞ্চিত অর্থসহ আত্মীয়-স্বজনের কাছ থেকে ধারও করেছেন অনেক টাকা। বর্তমানে টাকার অভাবে একদিকে নিজের চিকিৎসা করাতে পারছেন না, অন্যদিকে ৩ ছেলে ও স্ত্রীর তিনবেলা খাবারও জুটছে না। এ অবস্থায় বাঁচার জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন শাহাদৎ হোসেন। অসুস্থ শাহাদৎ হোসেন মোরেলগঞ্জ উপজেলার মোনাচ্ছের আলী হাওলাদারের ছেলে। তিনি যাত্রীবাহী বাসের চালক ছিলেন। তিনি আওয়ামী লীগের একজন নিবেদিত কর্মীও। কিন্তু বর্তমানে টাকার অভাবে শাহদাৎ হোসেনের চিকিৎসা বন্ধ রয়েছে। এর উপর তার স্ত্রী রাজিয়া বেগমও ভুগছেন টিবি রোগে। ব্র্যাক থেকে ফ্রি চিকিৎসা পেলেও, রোগীর সেবাযতœ হচ্ছে না টাকার অভাবে। এ অবস্থায় জীবন বাঁচাতে শাহাদৎ হোসেন প্রধানমন্ত্রীর দপ্তরসহ বিভিন্ন দপ্তরে আবেদন করেন। সকলের কাছে সহযোগিতার আহবান জানান তিনি। অসুস্থ শাহাদৎ হোসেন বলেন, চিকিৎসার জন্য এখন ৬ লক্ষাধিক টাকার প্রয়োজন। এই টাকা না হলে আর বাঁচতে পারব না বলে কান্নায় ভেঙে পড়েন তিনি। তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকল মানুষের জন্য কাজ করছেন। আমি প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে চাই। আমাকে দেখলে তার দয়া হবে। তার সহযোগিতায় আমি নতুন জীবন ফিরে পাব। সহযোগিতার জন্য বিকাশ নম্বর-০১৭৯২-০৬৬৬৯১।