পাইকগাছায় ইটভাটার দখল নিয়ে দু পক্ষের অবস্থান : উত্তেজনা

0

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার পাইকগাছায় একটি ইটের ভাটা এলাকাবাসী দখলমুক্ত করে মালিককে ফেরত দিয়েছে। এ ঘটনার পর সেখানে দু পক্ষের অবস্থানে টান টান উত্তেজনা বিরাজ করছে। জানা যায়, উপজেলার পুরাইকাটি গ্রামে অবস্থিত এনএসবি ব্রিক্স ঋণের দায়ে অর্ধেক অংশীদারিত্ব লিখে দেয়ায় ভাটার কার্যক্রম পরিচালনা করেন স্থানীয় রেজাউল ইসলাম শেখ। এ পর্যন্ত শেখ জিয়াদুল ইসলামের নিয়ন্ত্রণে থাকা ভাটাটি শনিবার সকালে ৫ শতাধিক লোকের ৪ কোটি টাকার দেনার দায়ে রেজাউলকে পার্টনারশিপ দিয়ে পালিয়ে বেড়ায় ভাটা মালিক শাহিন। নিজেদের পাওনা টাকা আদায়ের স্বার্থে এলাকার পাওনাদাররা জোটবদ্ধ হয়ে ভাটাটি দখল করে নেন। দখলের পর পাওনাদাররা শাহিনকে ভাটা পরিচালনার দায়িত্ব বুঝে দিয়েছেন বলে পাওনাদার জালাল উদ্দীন ও মুনছুর মোড়ল জানান। পাওনাদাররা আরও জানান, ভাটাটি মালিকের অধীনে থাকলে তাদের পাওনা টাকা আদায় সম্ভব হবে। জানা যায়, গত বছর অতি বৃষ্টিতে ভাটা মালিক ক্ষতিগ্রস্ত হয়। অগ্রিম ইট দেয়ার শর্তে বিভিন্ন লোকের কাছ থেকে ৪ কোটিরও অধিক টাকা নেন। টাকা পরিশোধ করতে না পারায় তিনি এক প্রকার দেউলিয়া হয়ে পালিয়ে বেড়ান। টাকা আদায়ে অনেকেই থানা ও আদালতে মামলা করেন। প্রায় ৪০ লাখ টাকার পাওনাদার রেজাউল ইসলাম টাকা আদায় করতে না পেরে অর্ধেক অংশীদারিত্ব লিখে নিয়ে ইটের ব্যবসা শুরু করেন। ভাটাটি দখল হওয়ায় রেজাউল ইসলাম থানায় অভিযোগ করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলেও ভাটায় দুটি পক্ষই অবস্থান করছে। এ ব্যাপারে ওসি এজাজ শফী জানান, বিষয়টি শুনেছি। এলাকায় অন্যায়ভাবে দখল বা পাল্টা দখলের ঘটনা ঘটতে দেয়া হবে না। কেউ অনিয়ম করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।